আবুল কালাম আজাদ, পলাশবাড়ী►
গাইবান্ধার পলাশবাড়ীতে কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৪ মে) বিকেল ৩টার দিকে পৌরশহরের বৈরিহরীণমারী গ্রামের ড্রিমল্যান্ড পলাশবাড়ী ফায়ার স্টেশনের পশ্চিমপাশে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- হরিণমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৫) এবং গোবিন্দগঞ্জ পৌরশহরের আব্দুল আজিজ ও নিলা বেগম দম্পতির ছেলে লাবিব (৭) এবং হরিণমারী গ্রামের মজলু মিয়ার নাতি সে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে আবিদ ও লাবিব বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলা বানিয়ে খেলছিল। এসময় ভেলা উল্টে পানিতে ডুবে যায় তারা। পরে খোঁজাখুঁজি করে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুর কবল থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।