Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে

রাখাইনে করিডর ও নিউমুরিং টার্মিনালের লিজ বাতিলের দাবিতে গাইবান্ধায় সমাবেশ

রাখাইনে করিডর ও নিউমুরিং টার্মিনালের লিজ বাতিলের দাবিতে গাইবান্ধায় সমাবেশ

নিজস্ব প্রতিবেদ►

মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘করিডর’ ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার সিদ্ধান্তের বাতিলের দাবিতে দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ (শনিবার, ২৪ মে) বিকেল ৪টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ,  জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্র্বর্তী সরকার তার অন্যতম প্রধান কাজ প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছেযা মোটেই গ্রহণযোগ্য নয়। রাখাইনে করিডর ও নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেওয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পরিপন্থী। বক্তারা ‘করিডর’ ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad