নিজস্ব প্রতিবেদক►
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টায় গাইবান্ধা পৌরপার্কের শহিদ মিনার চত্বর থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে আটটার দিকে গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃবৃন্দ এসব কথা জানান। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ থেকে ৩০ জুলাই দেশের সব জেলায় জুলাই পদযাত্রা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। ১ জুলাই (মঙ্গলবার) সকালে রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের পর গাইবান্ধা জেলা থেকে এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করা হবে। এই সময়ে এনসিপি নেতৃবৃন্দ শহিদ পরিবারদের কাছে যাবেন। শহিদদের কবর জিয়ারত করবেন। আহত যোদ্ধা ও অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার সঙ্গে কথা বলবেন। জুলাই নিয়ে তাঁদের আকাঙ্খার কথা শুনবেন।
এনসিপি নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জানান, গাইবান্ধায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক- নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক- সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক- ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব- আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)- সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন, সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)- মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক- নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য- ফিহাদুর রহমান দিবস। এছাড়াও এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতাসহ রংপুর ও গাইবান্ধা এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, রাশেদুল ইসলাম জুয়েল, মাহমুদুল হাসান সৌরভ, জাকিউল ইসলাম ও ইঞ্জিনিয়ার রায়হান রাজু উপস্থিত ছিলেন।