নিজস্ব প্রতিবেদক►
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুর ২টায় এ ফলাফল প্রকাশ করা হয়।
এবার গাইবান্ধা জেলা থেকে ২৫ হাজার ৭৮১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৭ হাজার ৮৭ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৬৬.২৮ শতাংশ । এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১২ জন পরীক্ষার্থী।
দিনাজপুর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়- এবার গাইবান্ধার এসকেএস স্কুল এ্যান্ড কলেজে পরীক্ষার্থী ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৫৯ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
জেলার সাঘাটার এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠে এবার পরীক্ষার্থী ছিলেন ৩০ জন। এর মধ্যে ৩০ জনই পাস করেছেন। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১২ জন শিক্ষার্থী।
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪২ জন।
গাইবান্ধা সরকারি উচ্চ বালক দ্যিালয়ে পরীক্ষার্থী ছিলেন ২২৭ জন। এর মধ্যে ২১৮ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১১৯ জন।
আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৯৯ জন।
গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ৯৯ জন। এর মধ্যে ৮৫ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী।
বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, গাইবান্ধার পরীক্ষার্থী ছিলেন ১২১ জন। এর মধ্যে ৯০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।