Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৯ ঘন্টা আগে
  • ৩৮ বার দেখা হয়েছে

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার, ১২ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ১ নং রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও রেলগেটে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক কলি রাণী দাস, সদস্য জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad