Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
  • ৮০ বার দেখা হয়েছে

‘মব সন্ত্রাসের’ প্রতিবাদে গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

‘মব সন্ত্রাসের’ প্রতিবাদে গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

সারাদেশে ‘মব সন্ত্রাস’ এবং নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। 

আজ (শনিবার, ১২ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আসাদুজ্জামান মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর আলম মিঠু, জেলা সদস্য জাহিদুল হক, সবুজ মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের একবছর অতিবাহিত হতে চলেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা ফ্যাসিবাদী হাসিনা সরকারের পথেই দেশ পরিচালনা করছে। সিন্ডিকেট ব্যাবসায়ী এবং শ্রমিক শোষণকারী গার্মেন্টস মালিকদের পক্ষে অবস্থান নিয়ে তাদের লুটপাটের কাজে সহায়তা করছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। মানবিক করিডোর এবং সামরিক সরঞ্জামাদি তৈরির কারখানা সাম্রাজ্যবাদী শক্তিকে করার অনুমতি দিয়ে দেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান সরকার শুরু থেকেই মব সন্ত্রাসীদের সহযোগিতা করে আসছে। সরকারের সহযোগিতায় সন্ত্রাসী এবং খুনী-ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিনই খুন-ধর্ষণের ঘটনা ঘটছে। নেতৃবৃন্দ দেশের এই পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মব সন্ত্রাস, খুন-ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad