নিজস্ব প্রতিবেদক►
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও এ কর্মসূচি থেকে ঢাকার মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার, ১৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের সার্কুলার রোডে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও জেলা কার্যালয়ে সমবেত হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান সরকার শাহীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পুরান ঢাকার মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হয়েছে। এগুলো নিয়ে তারা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করেনি। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল।