তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►
সুন্দরগঞ্জ পৌরভবন হতে কলেজ মোড় পর্যন্ত জায়গা জটিলতার কারণে সড়ক নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। অপরদিকে পৌরবাসীর দাবি নির্মাণ কাজ ধীরগতিতে হওয়ায় জনদুর্ভোগ বেড়েই চলছে। পাল্টাপাল্টি অভিযোগের কারণে বর্ষাকালে সড়ক নির্মাণ জটিলতায় চরম বিপাকে পৌরবাসী। এদিকে সদর দাখিল মাদ্রাসা সড়কের মধ্যে দিয়ে নির্মিত ড্রেন বা নালার ম্যানহোলের ঢাকনা না থাকায় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ও কলেজ পাড়াবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছেন দিনরাত।
দীর্ঘদিন হতে চলছে পৌরসভার প্রধান প্রধান সড়ক ও ড্রেন বা নালার নির্মাণ কাজ। স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পৌরসভার পূর্ববাইপাস মোড় হতে সোনালী ব্যাংক, বাহিরগোলা মোড় হতে কলেজ মোড়, পৌরভবনের দক্ষিন মোড় হতে কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ এবং সদর মাদ্রাসা সড়কে এবং মীরগঞ্জে ড্রেন বা নালা নির্মাণ কাজ। এতে নির্মাণ ব্যয় প্রায় ২০ কোটি টাকা। গাইবান্ধার হক্কানী ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে নির্মাণ কাজ করছেন সুন্দরগঞ্জের সোহেল রানা।
কলেজ পাড়ার বাসিন্দা হাসান শুভ বলেন, সদর মাদ্রাসা সড়কে ড্রেন নির্মাণ হওয়া কলেজ পাড়াবাসি অনেকটা উপকৃত। কিন্তু দীর্ঘদিন হতে ড্রেনের ঢাকনা না থাকায় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ এলাকাবাসি অত্যন্ত ঝুকি নিয়ে চলাচল করছেন। শিক্ষার্থী ও পৌরবাসির চলাচলের সুবিধার জন্য দ্রুত ম্যানহোলের ঢাকনার ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।
পৌরসভার স্বাধীন সরকার বলেন, পৌরসভার প্রধান সড়কগুলোর নির্মাণ কাজ ধীরগতিতে হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে। সেই সাথে প্রতিদিন বৃষ্টি-বাদল হওয়ায় জনদুর্ভোগ বেড়ে গেছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহেল রানা বলেন, জায়গা জটিলতার কারণে সড়ক নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। পথচারীর চলাচলের জন্য ম্যানহোলে ভ্রামম্যাণ ঢাকনা দেয়া ছিল। স্থায়ী ঢাকনা তৈরি করতে দেয়া হয়েছে। অল্প সময়ে বসানো হবে।
পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, পৌরভবন হতে কলেজ মোড় পর্যন্ত সড়কের প্রস্থ প্লানে পাশ হয়ে ৫ মিটার। বর্তমানে ওই স্থানে সড়কের প্রস্থ রয়েছে ৩ হতে সাড়ে ৩ মিটার। সড়কের একপাশে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ অপর পাশে ব্যক্তি মালিকানা সম্পত্তি। সরকারি ভাবে সমস্যা সমাধান করতে গেলে সময়ের প্রয়োজন। স্থানীয়ভাবে সমাধান করলে তাড়াতাড়ি হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, সড়কের ওই স্থানে এক ব্যক্তি বাধা দিয়েছেন। সার্ভেয়ারের মাধ্যমে মাপার ব্যবস্থা করে ওই ব্যক্তির সাথে আলোচনা সাপেক্ষে সড়কের কাজ দ্রুত শুরু করা হবে।