তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন-হামলা ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাদুল্লাপুর প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে গাইবান্ধা রোডে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা।
বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা সুজন এর সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, উপজেলা ভুমিহীন সমিতির নেতা কামরুল ইসলাম, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, যুমনা টিভির গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, রিপোটার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক ও সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার, শেখ নাছির আহমেদ নাইচ, কাজী আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আহসান হাবীব সরকার নাহিদ।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।