Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৮-২০২৫, সময়ঃ বিকাল ০৫:৪১
  • ৫৬ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ১৯ দিন বয়সী শিশুসহ ইজিবাইকের ৩ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের ৫ যাত্রী।

আজ (মঙ্গলাবর, ১২ আগস্ট) দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে একটি এ দুর্ঘটনা ঘটে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও পিয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগ আলী ১৯ দিন বয়সী শিশু কন্যা রওশন রাফি।

স্থানীয়রা জানান, রাজাবিরাট থেকে একটি ইজিবাইক গোবিন্দগঞ্জের দিকে আসার সময় মৌসুমী তেলের পাম্পের সামনে পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু কন্যা রওশন ও অন্যরা হামাপাতালে মারা যায়। আহত হন ৫ জন। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

ওসি মোজাফ্ফর হোসেন বলেন, “ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad