Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৮-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:০৭
  • ৫৬ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া

সুন্দরগঞ্জে বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) সকালে উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছফুরনন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

এসকেএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের অর্থায়নে স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-||) প্রকল্পের আওতায় এ মহড়ার আয়োজন করা হয়।

বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে মহড়াপূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস, গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, SLCRDCR-|| প্রকল্পের  প্রজেক্ট ম্যানেজার আফরুজা বুলবুল, টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর রওশন আলম প্রমুখ।

পরে উপজেলা নিবার্হী অফিসার অগ্নিনির্বাপণ মহড়ার উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফাইটারগণ গ্যাস সিলিন্ডারের আগুন, ঘরবাড়ির আগুন কিভাবে নিভানো যায়, তার কলাকৌশল শিক্ষার্থীসহ এলাকাবাসির মাঝে উপস্থাপন করেন। এরপর শিক্ষার্থীগণ বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে প্রাথমিক স্কুল, কেজি স্কুল ও এলাকাবাসী অংশগ্রহন করে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad