Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে
  • ৮৪ বার দেখা হয়েছে

গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খামার বোয়ালী খেয়াঘাট এলাকায় গত মঙ্গলবার (১২ আগস্ট) এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন বুধবার (১৩ আগস্ট) অপহৃত ওই ছাত্রীর মা শ্রীমতি সুমতি রানী বাদী হয়ে সদর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে একই এলাকার যুবক শ্যামল চন্দ্র দাসসহ দশজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগসূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার সময় রাস্তাঘাটে প্রায়ই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত খেয়াঘাট এলকার কানু চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে জানালে পরিবারের পক্ষ থেকে শ্যামলকে উত্যক্ত করতে নিষেধ করা হয় এবং শ্যামলের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। এমন ঘটনার প্রায় এক বছর পর গত ১২ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে থেকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় শ্যামল চন্দ্র দাস। পরে শ্যামলের পরিবারের সদস্যসহ অপহরণে জড়িতদের সঙ্গে যোগাযোগ করলে ওই স্কুলছাত্রী তাদের হেফাজতে আছে এবং তাদের বিয়ে দেয়া হবে বলে তারা জানায়।

অপহৃত স্কুলছাত্রীর মা শ্রীমতি সুমতি রানী বলেন, “আমরা আমাদের মেয়েকে চাই; আর আসামিদের বিচার চাই।”

এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান রাকিব বলেন, “মেয়েটির প্রয়োজনীয় কিছু কাগজপত্রসহ বাদীকে থানায় ডাকা হয়েছে। অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad