Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২১ ঘন্টা আগে
  • ১১৩ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে দোকানিকে গুলি করা সেই যুবকের আত্মসমর্পণ, পিস্তল-গুলি উদ্ধার

সাদুল্লাপুরে দোকানিকে গুলি করা সেই যুবকের আত্মসমর্পণ, পিস্তল-গুলি উদ্ধার

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে বাকি টাকা চাওয়ার জেরে দোকানিকে গুলি করা গোলাপ প্রামানিক (৩১) নামের সেই যুবক আত্মসমর্পণ করেছেন। জেলা আদালতে আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে তিনি আত্মসমর্পণ করেন। এসময় তিনি জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠান। এদিকে ওই গুলির ঘটনায় ব্যবহৃত পিস্তল-গুলি উদ্ধার করেছে পুলিশ।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গোলাপ প্রামাণিকের রিমান্ডের জন্য আগামীকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) আদালতে আবেদন করা হবে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারী প্রকল্পের গেটের চেকপোস্ট  ঘরের পিছনে মাটির নিচ থেকে গোলাপের ব্যবহৃত একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ২ রাউন্ড গুলির খোসাসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট নাপিতের বাজারে খাজা (খাবার) খাওয়ার পর বাকি টাকা চাওয়া নিয়ে বাগ্‌বিতাণ্ডার জেরে বাড়ি থেকে পিস্তল এনে চা–দোকানী ওয়াসিম আকন্দকে (১৮) গুলি করে একই এলাকার যুবক গোলাপ প্রামাণিক। এসময় ওয়াসিমকে বাঁচাতে এগিয়ে এলে গোলাপের ভাবি সেলিমা বেগমও (৩৫) গুলিবিদ্ধ হন। পরে হইচই শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে গোলাপ ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। এ ঘটনার পরদিন ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা দায়ের হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad