Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৮-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:২৫
  • ৩১৬ বার দেখা হয়েছে

গাইবান্ধার আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সভা

গাইবান্ধার আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সভা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার এবং কিশোর গ্যাং বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানটির একটি শ্রেণিকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করেন সাংবাদিক ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মনিরুল হক, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, শিক্ষক ইসরাত জাহান লিপি ও আয়োজক ময়নুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রেহেনা আকতার, ফরিদা ইয়াসমিন, রোকসানা পারভীন, মরিয়ম বেগম, কৃষ্ণা সাহা, মুর্শিদা আকতার, হিমন, নারায়ন চন্দ্র সরকার, উম্মে হানী, শিক্ষার্থী হুমায়রা হোসেন ও সৈয়দা মুকাররবিন হুরিয়া। 

আলোচনা অনুষ্ঠানে মাদক, বাল্যবিয়েসহ মোবাইল, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা বাল্য বিয়ে রোধকল্পে বিস্তারিত তুলে ধরেন। 

বক্তারা বলেন, “যাতে করে আর কোনো বাল্যবিয়ে না হয়, এজন্য প্রতিটি মা-বাবাকে সচেতন হতে হবে। বাল্যবিয়ে হওয়ার কারণে দিন দিন অপুষ্টিহীনতায় ভুগে অনেকে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই প্রত্যেক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। এছাড়া বর্তমান যুগে মোবাইলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু এর অপব্যবহার দিনদিন ভয়ংকর হয়ে উঠছে। তাই এ সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান বক্তারা। 

শেষে সচেতনতা সম্পর্কে বক্তব্য প্রদান করায় দুই শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মনিরুল হক, সাংবাদিক রিকতু প্রসাদ ও সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad