Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২০ ঘন্টা আগে
  • ৫৩ বার দেখা হয়েছে

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

গণ অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে আজ (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।

দুপুরে দলটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা করা হয়। এ সময় ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘যে নুর জনতার, রুখবে তাকে সাধ্য কার’-সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন রোডে জেলা জাতীয় পার্টির অফিস মুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে পুরাতন জেলখানা মোড়ে গিয়ে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। 

এসময় বক্তব্য দেন গণধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনাসহ অন্যরা।

বক্তারা বলেন, ৫ অগাস্টের পর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ধারাবাহিকতা দেখছি তা ফ্যাসিবাদ আমলের পুনরাবৃত্তি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যোদ্ধা নুরের ওপর সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার দায় সেনাপ্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। 

নেতাকর্মীরা অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। সেইসঙ্গে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad