Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩৬৪ বার দেখা হয়েছে

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদরের ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৪) নামে এক স্কুল শিক্ষিকার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত তাসনিম আরা নাজ উপজেলার খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হন নাজ। এরপর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে স্বজনরা। পরে দুপুরের দিকে ওই এলাকার ঘাঘট নদীতে তার লাশ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad