Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে

এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ

এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ

ক্রীড়া ডেস্ক►

এশিয়া কাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণভাবে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের। তবে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে জয় তুলে নিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে রয়েছে বাংলাদেশ।

গ্রুপপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান সংখ্যক ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, যারা একটি ম্যাচ কম খেলেছে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানিস্তান এবং কোন জয় না পাওয়া হংকং রয়েছে চতুর্থ স্থানে। তবে নেট রানরেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা ।

বাংলাদেশের সুপার ফোরে নিশ্চিতভাবে জায়গা করে নিতে হলে এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তাহলে পয়েন্ট টেবিল হবে:

শ্রীলঙ্কা – ৬ পয়েন্ট

বাংলাদেশ – ৪ পয়েন্ট

আফগানিস্তান – ২ পয়েন্ট

এ ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুপার ফোরে চলে যাবে, আর বিদায় নিতে হবে আফগানিস্তানকে। অন্যদিকে, যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায়, তাহলে তিন দলেরই পয়েন্ট হবে ৪। তখন নেট রানরেট হিসাব করে ঠিক করা হবে কারা যাবে সুপার ফোরে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে সেই ম্যাচের ফল ও ব্যবধানের ওপর নির্ভর করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad