Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
  • ৬৮ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ‘কারবারি’ গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ‘কারবারি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাহিদুল ইসলাম (৫০) নামে এক ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তার হেফজতে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জাহিদুল ইসলাম একই উপজেলার ওই ইউনিয়নের চক রহিমাপুর মন্ডলপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহিদুলের মালিকানাধীন ‘সজীব’ নামের পরিত্যাক্ত ভাতের হোটেলের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, অভিযান চালিয়ে জাহিদুলের হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় জাহিদুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad