তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আইয়ুব আলী (৪৫) ওই গ্রামের আকবর আলীর ছেলে। কৃষি কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, দুপুরে ওই এলাকায় মাঠে ঘাস কাটছিল আইয়ুব আলী। এসময় ওই বৃদ্ধা তার ছাগল নিয়ে আসতে ওই এলাকায় যান। সুযোগ বুঝে আইয়ুব আলী জোর করে তাকে পাশের হলুদ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। পরে টের পেয়ে এলাকাবাসী ও স্বজনরা বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কানিজ ফাতেমা মনি জানান, এখানে ওই বৃদ্ধার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাত সাড়ে ১১টায় সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কিন্তু ঘটনার পর অভিযুক্ত আইয়ুব আলী পালিয়ে যাওয়ায় এখনও আটক করা সম্ভব হয় নাই। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।