Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৩ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

মাধুকর ডেস্ক►

শীতের আগমনী সুর শুনতে পেয়েছে উত্তরবঙ্গ। ভোরের আলো ফোটার আগেই নেমে এলো শুভ্র এক মিছিল— বছরের প্রথম কুয়াশা।

সোমবার (৩ নভেম্বর) ভোর। রাজশাহীর নগর-প্রান্তর, পথ-ঘাট, গাছ-পালা সমস্তই ডুবেছিল এক অপার্থিব ও ধূসর সৌন্দর্যে। প্রকৃতি যেন পরেছিল কুয়াশার মখমলি চাদর।

এদিন সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে, কিন্তু কুয়াশার ঘন পর্দা ভেদ করে তার আলো ঠিকরে পড়তে দেখা গেল সকাল সাড়ে ৭টার দিকে।

সোমবার সকাল ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যার সঙ্গী ছিল ৯৭ শতাংশ আর্দ্রতা।

এ শীতল পরশের পেছনে আছে গত কয়েকদিনের অঝোর বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শনিবার— এই তিন দিনে ৬০ মিলিমিটার বৃষ্টি আর দমকা হাওয়া প্রকৃতিকে করে দিয়েছে স্নাত-সতেজ। বৃষ্টি থামতেই, সেই ঠাণ্ডাই ফুটে উঠলো কুয়াশার রূপে, দিয়েছে শীতের প্রথম স্পষ্ট আভাস।

রাত যত গভীর হয়, শীতের পরশ তত তীব্র। উত্তরের মানুষ জড়ো করছে কাঁথা-কম্বল। সপ্তাখানেক আগে থেকেই ভোররাতে মানুষ কম্বল মুড়ি দিতে শুরু করেছে। তবে এখন তো রাতে কাঁথা বা মোটা কম্বল না জড়ালেই নয়। ভোরে কুয়াশার রাজত্বে মহাসড়কগুলো হয়ে উঠেছিল অন্যরকম। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে এগিয়ে চলেছে তাদের গন্তব্যে, কুয়াশাকে পাশ কাটিয়ে।

নগরীর বাসিন্দা অবনী নুসরাত বলেন, ‘আজকের এই সকাল এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিয়েছে। আজকের এই সকালেই এ বছরের প্রথম কুয়াশার ছোঁয়া টের পেলাম।’

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু এই পরিবেশের ব্যাখ্যায় বলেন, ‘বৃষ্টিপাতের পর সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় সকালে কুয়াশা পড়েছে। এটাই প্রকৃতির পক্ষ থেকে শীতের আনুষ্ঠানিক আমন্ত্রণ।’

তথ্যসূত্র: সময় টিভি

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad