Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৩ ঘন্টা আগে
  • ১৪২ বার দেখা হয়েছে

বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়েছে হয়েছে।

রবিবার (২ নভেম্বর) রাতে জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ের বালাসীঘাটে এ মশাল প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বেশ কিছু মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। 

এ সময় ‘আইসো বাহে, বালাসী বাঁচাই, বাস্তবায়ন চাই, দিতে হবে’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

‘বালাসী বাচাই আন্দোলনে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম হুনান হক্কানী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বকশী এবং পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নজর বীন কেনান হক্কানীসহ আরও অনেকেই মশাল প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বালাশী সড়ক ও রেলসেতু বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়ন হলে গাইবান্ধা ও জামালপুরসহ উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে অর্থনীতি, কৃষি ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad