Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৫৮ বার দেখা হয়েছে

সাঘাটায় চলছে ১৪৪ ধারা

সাঘাটায় চলছে ১৪৪ ধারা

মোস্তাফিজুর রহমান, সাঘাটা►

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রবিবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ এবং বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার–এর সমর্থকদের পৃথক মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন এ আদেশ জারি করেছে।

১৪৪ ধারা চলাকালীন সময়ে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

এদিকে, জানা যায়, বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় তিনি রবিবার (৯ নভেম্বর) একটি মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন। এ ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও নিশাদপন্থী কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাহিদুজ্জামান নিশাদের কর্মীরা শোডাউনে অংশ নিতে জুমারবাড়ী যাওয়ার পথে হাপানিয়া ও ডাকবাংলা মোড়ে বিএনপিকর্মীদের বাধার মুখে পড়েন। এতে অন্তত ৬-৭টি মোটরসাইকেল ও একটি সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে দুপুর দেড়টার দিকে দহিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ অভিযোগ করে বলেন, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার শোডাউন ও গাড়িবহরে হামলা চালানো হয়েছে।”

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে। ১৪৪ ধারা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad