Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৫৪ বার দেখা হয়েছে

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাদুল্লাপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাদুল্লাপুরে র‌্যালি ও আলোচনা সভা

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’- এই প্রতিপাদ্যে সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে সমিতির চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. শফিউল ইসলাম আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল শাহীন, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিপান্বিতা দাস তুষি, সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার, সাদুল্লাপুর সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন, উপজেলা সদর বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, উপজেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, প্রভাষক রত্মা রাণী সরকার, জাতীয় চাষী কল্যান সমিতির উপজেলা সভাপতি কামরুল ইসলাম প্রমূখ। সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad