
ক্রীড়া প্রতিবেদক►
গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত এ জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন তিনি।
তিনি মাঠে হেঁটে পিচ, মাঠের বিভিন্ন অংশ এবং প্রাকটিস পিচ অবলোকন করেন। এসময় তার সাথে বিসিবির নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শনের এক পর্যায়ে তার সাথে যুক্ত হন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, মোর্শেদ হাবীব সোহেল, অ্যাড. হানিফ বেলাল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভায় মিলিত হন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও সাইফুল ইসলামে সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিবিসির আম্পায়ার শাকির, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বক্তব্য রাখেন বিসিবির কাউন্সিল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য উজ্জল চক্রবর্তী, ক্রিকেট কোচ বাবলু খান, ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম রুবেল, ক্রিকেট আম্পায়ার ওয়াজিউর রহমান রাফেল, অমিতাভ চক্রবর্ত্তী, ক্রিকেটার মর্জিনা ও আলিফ ।
এ সময় বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ঢাকার ন্যায় সারা দেশে আমরা ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, গাইবান্ধার এই স্টেডিয়ামটি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে। ক্রিকেটের দিক থেকে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে ঘাস কাটার মেশিন, রোলার, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।