Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে

“নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে”

“নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে”

বক্তৃতা করছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ—পিআইডি, রংপুর

পিআইডি, রংপুর►

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী ও শিশুরা মুক্ত হাওয়ায় অবাধে চলতে পারবে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ‘প্রান্তিক প্রতিবন্ধী, নারী ও শিশুর সুরক্ষায় জনতার কাতারে সরকার’ শীর্ষক আলোচনাসভায়  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়াস। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের প্রচেষ্ঠায় একটি নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। 

উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বলেন, এই সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পাশাপাশি নতুন আইন ও  নীতিমালা প্রণয়নের মাধ্যমে দেশের কাঠামোগত পরিবর্তনে কাজ করছে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে একটি নিরাপদ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে কাজ করা আহ্বান জানান। 

রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ‘নারী-শিশুর নিরাপত্তা ও নতুন সামাজিক চুক্তি’নামে তারুণ্যের শপথ পাঠ করা হয়।

রংপুর জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তর, নিরাপদ অ্যালায়েন্স ও টিন-এক্স বাংলাদেশ এই অনুষ্ঠান আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad