
গাঁজাসহ গ্রেপ্তার তিন যুবক—মাধুকর
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় গাঁজাসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী বাজারে গাইবান্ধা-সাঘাটা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবুল হাসেম (২৪), একই ইউনিয়নের শিবরাম বাঁশবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহাবুব হোসেন (২৩) এবং শিবরাম বামনটারি এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোহনী বাজারে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েক সদস্যের একটি দল। সেখানে সাঘাটাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ওই তিন যুবকের শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রত্যেকের কাছে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, গ্রেপ্তার ওই তিন যুবকের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।