Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩০ মিনিট আগে
  • ১৮ বার দেখা হয়েছে

আরপিও সংশোধনী বাতিলের দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

আরপিও সংশোধনী বাতিলের দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আচরণবিধির সাম্প্রতিক সংশোধনী বাতিলসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। 

বুধবার (২৬ নভেম্বর) শহরের এক নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গানাসাস মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আচরণবিধির সাম্প্রতিক সংশোধনীগুলোকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। সেই সাথে সারাদেশে মব সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, মাজার, মন্দির, মসজিদ ও বাউলদের ওপর হামলা বন্ধে কার্যকর উদ্যোগের দাবি জানান বক্তারা। 

সমাবেশে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী)’র জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী)’র জেলা সদস্য পরমানন্দ দাস। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad