Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২২ মিনিট আগে
  • ১৬ বার দেখা হয়েছে

ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে গাইবান্ধায় মুক্ত রোভারদের প্রচারণা

ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে গাইবান্ধায় মুক্ত রোভারদের প্রচারণা

লিফলেট বিতরণ করছেন মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্যরা—মাধুকর

নিজস্ব প্রতিবেদক►

‘ভূমিকম্পে ভয় না পেয়ে নিজেকে শান্ত রাখি, দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সুইচ বন্ধ করে দিবো, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করবো না’ ইত্যাদি বাণী নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রচারণা কার্যক্রম গাইবান্ধা শহরে বাস্তবায়ন করেছে গাইবান্ধা জেলা রোভারের আওতাধীন মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। 

শহরের তিনগাছ তলের জয়তুন রেস্টুরেন্টের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী শহরের স্টেশন রোড, সার্কুলার রোড, ডিবি রোড, ব্রিজ রোডসহ বিভিন্ন সড়কে ওই কার্যক্রম চলাকালে বিভিন্ন মার্কেট, অটোবাইক-রিক্সা চালক, পথচারীসহ নানান শ্রেণি-পেশার মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মৌখিক প্রচারণা করা হয়। 

কার্যক্রমের উদ্বোধন করেন মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মকছুদার রহমান শাহান। 

এসময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউট কমিশনার ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী উজ্জল -এএলটি, সম্পাদক তামজিদুর রহমান তুহিন, মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মারুফুল হক মারুফ প্রমুখ। কার্যক্রমে ইউনিটের রোভার ও গার্ল-ইন রোভার সদস্যরা প্রচারণা চালান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad