Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে

বিজয়ের মাস শুরু

বিজয়ের মাস শুরু

মাধুকর ডেস্ক►

আজ ১ ডিসেম্বর, শুরু হলো বিজয়ের মাস। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র লড়াইয়ের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে লাল-সবুজের পতাকা অর্জিত হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি।

স্বাধীনতার মূল্য হিসেবে পূর্ব বাংলার ৩০ লাখ মানুষকে শহীদ হতে হয়েছে। ২ লাখের মতো নারী হারিয়েছেন সম্ভ্রম। প্রতিবছর ডিসেম্বরে বিজয়ের আনন্দ উদযাপনের পাশাপাশি বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একাত্তরের শহীদ আর সেই বীরাঙ্গনা নারীদের সর্বোচ্চ ত্যাগকে। স্মরণ করে জীবন তুচ্ছ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা।

প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের মাস উদযাপিত হতে যাচ্ছে। এ উলক্ষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক বিভিন্ন কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad