Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪৪ বার দেখা হয়েছে

গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।—মাধুকর

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশের সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাইবান্ধায় সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, অতীতে রাষ্ট্র পুলিশকে ব্যবহার করে তার ইমেজকে ভূলুণ্ঠিত করেছে। আমরা পুলিশের ইমেজ পুণরুদ্ধারের চেষ্টা করছি।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে যানজট, চুরি-ছিনতাই, প্রতারণা ও স্থানীয় ঘটনাবলীর দ্রুত তদন্ত নিয়ে মতামত তুলে ধরেন। সাংবাদিকদের পরামর্শের ভিত্তিতে পুলিশ সুপার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৯ নভেম্বর) মো. জসিম উদ্দীন গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad