Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১২-২০২৫, সময়ঃ দুপুর ০১:৫৬
  • ৩৭ বার দেখা হয়েছে

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

মাধুকর ডেস্ক►

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গেল তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সেখানে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এর আগে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়। তবে দুদিন ধরে অপরিবর্তিত সর্বোচ্চ ২৭ ডিগ্রিতেই রয়েছে দিনের তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হচ্ছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে এক বা দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad