
ফাইনাল ম্যাচে বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।—মাধুকর
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার শাখাহার একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোচাশহর একাদশ।
গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকার, নায়েবে আমীর আব্দুল বারী মিয়া, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী মো. আশরাফুল আলম রাজু, বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শেখ ফরিদ, প্রচার সেক্রেটারী মাওলানা মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান শেখ, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের মাওলানা আব্দুস সালাম নাটোরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহামুদ চিনু, জামায়াতে ইসলামী আইন-আদালত বিভাগের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আবু আল মামুন, শুরা ও কর্ম পরিষদ মাওলানা রেজাউল করিম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাজহারুল ইসলাম।
শেষে বিজয়ী দল কোচাশহর একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩৫ হাজার টাকা এবং পরাজিত শাখাহার একাদশকে রানার্সআপ ট্রফি ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম এবং সহকারী রেফারি ছিলেন হাবলু ও সুমন। এতে ধারাভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম। খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।