Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২৫, সময়ঃ দুপুর ০২:০২
  • ৭৯ বার দেখা হয়েছে

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। একইসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান দলটির নেতাকর্মীরা।

দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এটি নির্বাচনকে সামনে রেখে গভীর ষড়যন্ত্রের অংশ। বক্তারা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। সেইসঙ্গে নির্বাচনের প্রার্থী ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad