
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ—ছবি: সংগৃহীত।
মাধুকর ডেস্ক►
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়।
পরাজয় আসন্ন বুঝতে করতে পেরে হানাদার বাহিনী এবং আল-বদর, আল-শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়।
বাঙালি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে দিনটিকে।