Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২৫, সময়ঃ সকাল ১১:৩৪
  • ৬৪ বার দেখা হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবসে গাইবান্ধার শহীদ স্মৃতিস্মম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে গাইবান্ধার শহীদ স্মৃতিস্মম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গাইবান্ধার শহীদ স্মৃতিস্মম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

শহীদ বুদ্ধিজীবী দিবসে গাইবান্ধার শহীদ স্মৃতিস্মম্ভে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পিকে বিশ্বাস রোডে অবস্থিত শহীদ স্মৃতিস্মম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। পরে একেএকে পুলিশ সুপার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, পরাজয় আসন্ন বুঝতে করতে পেরে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শিক্ষাবিদ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এ দেশের দুই শতাধিক কৃতী সন্তানকে নির্মমভাবে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad