
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোর মিছিল—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোর মিছিল হয়েছে। গাইবান্ধার প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতাকর্মীরা এতে অংশ নেন।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা পৌরপার্কে মোমবাতি জ্বালিয়ে এ মিছিলের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস। মোমবাতি হাতে হাতে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
আলোর মিছিলে অংশ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য আহ্বান জানান।