Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১২-২০২৫, সময়ঃ সকাল ১০:২৮
  • ৫৮ বার দেখা হয়েছে

গাইবান্ধার বিজয়স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গাইবান্ধার বিজয়স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গাইবান্ধার বিজয়স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

মহান মুক্তিযুদ্ধে যাদের প্রাণের বিনিময়ে বাংলার বুকে অর্জিত হয়েছে নতুন এক ভূখণ্ড। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণ করতে গাইবান্ধার বিজয়স্তম্ভে মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৪ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা হয়। পরে পৌরপার্কে অবস্থিত বিজয়স্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়। বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ।

সকালে সরেজমিনে দেখা যায়, শুরুতেই বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এরপর একেএকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী সর্বস্তরের মানুষ বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad