Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩৯ বার দেখা হয়েছে

টাইফয়েড টিকাদানে অসামান্য অবদানে গাইবান্ধা পৌরসভাকে সম্মাননা

টাইফয়েড টিকাদানে অসামান্য অবদানে গাইবান্ধা পৌরসভাকে সম্মাননা

গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিভিল সার্জন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গাইবান্ধার পক্ষ থেকে পৌরসভাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কার্যক্রমে অসামান্য সাফল্য অর্জন করেছে গাইবান্ধা জেলা। এই কার্যক্রমে রংপুর বিভাগে প্রথম এবং সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে গাইবান্ধা। জেলার এই অর্জনে বড় ভূমিকা রাখায় গাইবান্ধা পৌরসভাকে সম্মাননা জানানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিভিল সার্জন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গাইবান্ধার পক্ষ থেকে পৌরসভাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। পৌরসভার পক্ষে সম্মাননা গ্রহণ করেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।

পৌরসভার প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, টিকাদানকারী এবং স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সম্মাননা গ্রহণ শেষে পৌরসভার প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জন সকলের। আশা করছি, ভবিষ্যতেও যেকোনো টিকাদান ক্যাম্পেইনে এই অর্জন আপনাদের অনুপ্রাণিত করবে। নবজাতক, শিশু, গর্ভবতী নারী ও কিশোরীদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রেও পৌরসভার কর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”

জন্মনিবন্ধন কার্যক্রম বেগবান করার ওপর গুরুত্বারোপ করে পৌরসভার প্রশাসক বলেন, “জন্মের শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে শিশুদের জন্মনিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে। জন্মনিবন্ধন কার্যক্রম গতিশীল করতে আগামীতে তিন পৃষ্ঠার টিকার কার্ড ব্যবহার করতে হবে। এটি শিশুদের সঠিক জন্ম তারিখ নির্ধারণে ভূমিকা রাখবে।” এ সময় তিনি জন্মনিবন্ধন সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমোনাইজেশন মেডিকেল অফিসার (গাইবান্ধা জেলা প্রতিনিধি) ডা. খন্দকার জাকারিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, টিকাদানকারী সুপারভাইজার রায়হান মিয়া, স্বাস্থ্য সহকারী মাসুদুল হাসান, মোতালেব মিয়া, ইবনে সাঈদ মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad