
তারেক রহমান—ছবি: সংগৃহীত।
মাধুকর ডেস্ক►
যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে কাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) পরিবারসহ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিন স্ত্রী ও কন্যাসহ সপরিবারে দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি নেওয়া চলছে। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।