Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১৭ বার দেখা হয়েছে

গাইবান্ধায় গণমাধ্যমে জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা শুরু

গাইবান্ধায় গণমাধ্যমে জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা শুরু

গাইবান্ধায় গণমাধ্যমে জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা শুরু—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (২৮ডিসেম্বর) সকালে শহরের সার্কুলার রোডের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর উদ্যোগে, অ্যাকশনএইড বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু ইন্ড চাইল্ড ম্যারেজ প্রোজেক্ট (ফেইজ টু)’-এর অংশ হিসেবে সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এবং সম্ভাবনা প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আশীষ কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, ইউএনএফপিএ’র গাইবান্ধার ফিল্ড অফিসার ডা. শাহীন আখতার এবং এসকেএস ফাউন্ডেশনের জেন্ডার, চাইল্ড প্রোটেকশন ও সেফগার্ডিং সমন্বয়কারী উম্মে কুলসুম ইলা।

এসময় বক্তারা বলেন, সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক ভাষা ব্যবহার এবং জেন্ডার স্টেরিওটাইপ পরিহার করা জরুরি। গণমাধ্যম যদি দায়িত্বশীলভাবে সামাজিক ও জেন্ডারভিত্তিক বিষয়গুলো উপস্থাপন করে, তবে তা বৈষম্য হ্রাস এবং সমতাভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মশালায় সেশন পরিচালনা করেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এ জেড এম মৌসুম ইসলাম এবং ফেলো নাওশীন তাবাসুম। আলোচনায় তারা- জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা, সামাজিক রীতিনীতির ইতিবাচক দিক তুলে ধরার প্রয়োজনীয়তা, ভুক্তভোগীবান্ধব সংবাদ পরিবেশন এবং নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন। অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন কেস স্টাডি ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন তারা, যা গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad