
স্বাগত ২০২৬—ছবি: কুদ্দুস আলম।
মাধুকর ডেস্ক►
জীর্ণ-পুরনো পেছনে ফেলে এলো নতুন বছর। স্বাগত ২০২৬ সাল। আজ ১ জানুয়ারি, ইংরেজি বর্ষের প্রথম দিন।
সময়ের ধারাবাহিকতায় নতুন বছরে পদার্পণের মধ্য দিয়ে মানুষের মনে জেগে ওঠে নতুন আশা, স্বপ্ন আর নতুন করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। নববর্ষ মানেই কেবল উৎসব নয়– এ এক আত্মসমালোচনার ক্ষণ, পেছন ফিরে তাকিয়ে হিসাব মেলানো এবং সামনে এগিয়ে যাওয়ার দিক নির্ধারণের সময়।
নতুন বছরে মাধুকরের পাঠক-দর্শক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।