Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৭৫ বার দেখা হয়েছে

গাইবান্ধায় গাছ কাটা দেখছিল দুই বোন, রাতে পাতার নিচে মিলল লাশ

গাইবান্ধায় গাছ কাটা দেখছিল দুই বোন, রাতে পাতার নিচে মিলল লাশ

গাইবান্ধায় গাছ কাটা দেখছিল দুই বোন, রাতে পাতার নিচে মিলল লাশ—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলায় প্রতিবেশির সদ্য কাটা গাছের গুঁড়ির নিচে পাতা দিয়ে ঢাকা অবস্থায় ফিহামনি (১১) ও জান্নাতি আক্তার (২) নামে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামাররঘুনাথপুর গ্রামের আব্বাসের মোড় এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

ফরিদ মিয়া বলেন, বিকালে ছোট বোন জান্নাতিকে কোলে নিয়ে ফিহামনি বাড়ির উঠানের দিকে যায়। সন্ধ্যার পরও তাদের না দেখে স্বজনরা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে রাত ৮টার দিকে তিনি বাড়ির পাশে মতিয়ার রহমান ও মধু মিয়ার সদ্য কাটা চাগুয়া গাছের গুঁড়ির নিচে দুই মেয়ের মরদেহ দেখতে পান। মরদেহগুলি পাতা দিয়ে ঢাকা অবস্থায় ছিল।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা গিয়ে গাছের গুঁড়ির নিচে থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, গাছটি কাটার সময় কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় ৪০ ফুট উচ্চতার গাছটির সন্ধ্যার দিকে হুড়মুড়িয়ে দক্ষিণ দিকে ভেঙে পড়ে। এতে বাড়ির সীমানা ঘেরা টিনের বেড়া ভেঙে পাশের ফসলি জমির ওপর আছড়ে পড়ে গাছটি। 

ধারণা করা হচ্ছে, ওই স্থানটি চলাচলের সড়ক ও ফাঁকা জমি হওয়ায় নিহত দুই শিশু সম্ভবত সেখানে অবস্থান করছিল।তারা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে লাশ দুটি পাতা দিয়ে ঢেকে রেখে গাছের মালিক মতিয়ার রহমান ও মধু মিয়া গা ঢাকা দেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুদের মরদেহ থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad