
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ—ছবি: মাধুকর।
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের করা এই মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে থানা মোড়ের সামনে ঢাকা-রংপুর মহামড়কে এক সমাবেশে সংগঠনের নেতা শরীফ শুভ, ওমর ফারুক, মেহেদী হাসান মীম, মাকসুদুর রহমান, মুসতকীন আহমেদসহ আরও অনেকে বক্তৃতা করেন।
এসময় বক্তারা বলেন, হাদি হত্যার বিচার নিয়ে নানা ধরণের ষড়যন্ত্র হচ্ছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার হত্যার বিচার করা হোক। তারা বলেন, এর আগেও এই বাংলায় বিপ্লব হয়েছে এই জাতি বিপ্লব দেখেছে, এই বাংলায় আবারো বিপ্লব হবে, যতদিন না পর্যন্ত বাংলাদেশ ইনসাফের রাষ্ট্রে পরিনত হচ্ছে।