Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ—ছবি: মাধুকর।

তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা

গাইবান্ধায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে অংশগ্রণকারীদের হাতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

এ কর্মশালায় জেলার সাত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থী অংশ নেয়। বুধবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’-এর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক ও উদীচীর জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম। 

প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এবং স্থানীয় পত্রিকা দৈনিক আজকের জনগন এর প্রকাশক ও সম্পাদক  এম. আব্দুস সালাম। 

বক্তব্য রাখেন ফোকাস বাংলার গাইবান্ধা প্রতিনিধি কুদ্দুস আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও দৈনিক ইত্তেফাক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।

অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, অধিকার, জাতিসংঘ শিশু সনদ, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ, মাঠে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ, সেগুলোর সম্ভাব্য সমাধান এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক মো. মনির হোসাইন। কর্মশালা শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় শিশু সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad