Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৪৩ বার দেখা হয়েছে

দৈনিক মাধুকরের ১৮ বছর পূর্তি উদ্‌যাপন

দৈনিক মাধুকরের ১৮ বছর পূর্তি উদ্‌যাপন

দৈনিক মাধুকরের ১৮ বছর পূর্তি উদ্‌যাপন—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মাধুকর-এর ১৮ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত মাধুকর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, নির্বাহী সম্পাদক আবু সাঈদ সুমন, ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, শহর সম্পাদক উজ্জল চক্রবর্তী, বার্তা সম্পাদক ভবতোষ রায় মনা এবং এসকেএস প্রিন্টার্সের সহকারী ম্যানেজার শিমুল সরকার। এ ছাড়াও মাধুকর পরিবারের সদস্য ও এসকেএস প্রিন্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়েই দৈনিক মাধুকর সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। প্রতিকূলতা ও পরিবর্তনশীল গণমাধ্যম বাস্তবতার মধ্যেও পত্রিকাটি সমাজের নানা অনিয়ম, সম্ভাবনা ও মানুষের কথা নিরবচ্ছিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছে। বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় দৈনিক মাধুকর তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে। অনুষ্ঠানের শেষে সবার উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

উল্লেখ্য, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল’-এই স্লোগানকে সামনে রেখে ২০০৮ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করে উত্তরাঞ্চলের এই শীর্ষস্থানীয় সংবাদপত্রটি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad