Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩৮ বার দেখা হয়েছে

ফুলছড়িতে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ফুলছড়িতে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ফুলছড়িতে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ—ছবি: মাধুকর।

আমিনুল হক, ফুলছড়ি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের বউ বাজার এলাকায় শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইনসাফ জেনারেল হাসপাতালের পরিচালক ইসমাঈল হোসেন, বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সহ-ব্যবস্থাপনা পরিচালক শিফাত উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আকরামুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, বউ বাজার শাখার সভাপতি আনাস আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক আইয়ুব ইসলামসহ সংগঠনের বউ বাজার শাখার অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। মানবিক দায়বদ্ধতা থেকে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠন এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad