Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১-২০২৬, সময়ঃ রাত ০৭:৩৫
  • ৪৭ বার দেখা হয়েছে

অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কার পক্ষে মত দিতে হবে : তথ্য উপদেষ্টা

অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কার পক্ষে মত দিতে হবে : তথ্য উপদেষ্টা

অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কার পক্ষে মত দিতে হবে : তথ্য উপদেষ্টা—ছবি: পিআইডি, রংপুর।

পিআইডি, রংপুর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কার পক্ষে মত দিতে হবে। আর কোনো রাজনৈতিক দল যাতে স্বেচ্ছাচারী হতে না পারে, সেজন্য গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।

উপদেষ্টা রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বদ্ধুকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দীর্ঘ ষোলো বছর ধরে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেনি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণের ভোটের অধিকার হনন করা হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুন ও বিচারবহির্ভূত ঘটনা ঘটানো হয়েছে। বিগত ৫৩ বছর যাবৎ দেশের মানুষ সম্মানবোধ করেননি। তিনি আরো বলেন, কোনোভাবেই আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এজন্য সংবিধান পরিবর্তন করা জরুরি।

রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে ধরার প্রবণতা প্রতিরোধে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার কোনো বিকল্প নেই। গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণের রায় হ্যাঁ এর পক্ষে আসলে আর কেউ ইচ্ছামত সংবিধান পরিবর্তন করতে পারবে না। জনগণ ক্ষমতায়িত হবে এবং নাগরিকমর্যাদা বৃদ্ধি পাবে।

এছাড়াও তিনি বলেন, গুম ও খুনের সংস্কৃতি থেকে উত্তরণ চাইলে, ক্ষমতার ভারসাম্য আনতে, রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতকরণে জনগণকে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে। দেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে গণভোটে হ্যাঁ জয়যুক্ত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ প্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে সরকার গঠনে এমন প্রতিনিধি নির্বাচন করতে হবে, যারা জনগণের কল্যাণকে প্রাধান্য দিবেন।

মতবিনিময় সভায় নীলফামারীর জেলাপ্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আয়াতুল্লাহ ও ছাত্র নেতা আলিফ সিদ্দিকী প্রান্ত প্রমুখ। 

এসময় নীলফামারী জেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ  উপস্থিত।

মতবিনিময় সভার পূর্বে উপদেষ্টা গণভোটের প্রচার ও ভোটার উদ্বদ্ধুকরণের উদ্দেশ্যে নীলফামারী জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন।     

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad