Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১-২০২৬, সময়ঃ বিকাল ০৫:৪১
  • ২২০ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

সুন্দরগঞ্জে ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

সুন্দরগঞ্জে ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত—ছবি: মাধুকর।

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে আনোয়ার হোসেন (৪৬) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটি চালক আহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ-বামডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছাইতানতোলা বাজার থেকে গরুবাহী একটি ভটভটি সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিকে আসা একটি মালবাহী ট্রাক বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন ও ভটভটি চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। এর ফাঁকে ট্র্যাকটি সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভটভটিটিকে থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইকবাল পাশা বলেন, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভটভটিটি থানায় রয়েছে।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad