Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১-২০২৬, সময়ঃ বিকাল ০৪:৩৭
  • ৫৯ বার দেখা হয়েছে

কৃষিকে ব্যবসায় রূপ দিতে ফুলছড়িতে মাঠভিত্তিক কৃষক স্কুল

কৃষিকে ব্যবসায় রূপ দিতে ফুলছড়িতে মাঠভিত্তিক কৃষক স্কুল

কৃষিকে ব্যবসায় রূপ দিতে ফুলছড়িতে মাঠভিত্তিক কৃষক স্কুল—ছবি: মাধুকর।

আমিনুল হক, ফুলছড়ি

কৃষকের বাড়ির উঠানে পলিথিনের শিট বিছিয়ে তার ওপর বসে মনোযোগ দিয়ে ক্লাস করছেন একদল কৃষক-কৃষানী। কোনো প্রথাগত শ্রেণিকক্ষ নয়, বাস্তব অভিজ্ঞতার আলোকে শেখার এই আয়োজন কৃষক মাঠ ব্যবসায় স্কুল একটি কার্যকর উপানুষ্ঠানিক ও বয়স্ক শিক্ষণ পদ্ধতি।

এই পদ্ধতিতে কৃষকদের উচ্চমূল্য ফসল নির্বাচন, উৎপাদন ব্যয় নিরূপণ, ফসল সংগ্রহ এবং লাভজনকভাবে বিপণনের কৌশল শেখানো হচ্ছে। ফলে তারা প্রচলিত কৃষিকাজকে শুধু জীবিকানির্ভর নয়, বরং একটি টেকসই ও লাভজনক ব্যবসা হিসেবে পরিচালনার সক্ষমতা অর্জন করছেন।

চলতি অর্থবছরে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলায় দুটি কৃষক মাঠ ব্যবসায় স্কুলে মোট ৬০ জন প্রশিক্ষণার্থীকে সপ্তাহে একদিন হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণে কৃষকরা চাষাবাদের পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতকরণ, আর্থিক ব্যবস্থাপনা, পুষ্টি বিষয়ে সচেতনতা এবং জলবায়ু-সহনশীল কৃষি কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা তাদের অর্জিত জ্ঞান আশপাশের অন্যান্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দিয়ে বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পূর্ব ফুলছড়ি এলাকায় চলমান একটি কৃষক মাঠ ব্যবসায় স্কুল পরিদর্শন করেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এর আগে ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে চলমান বিভিন্ন প্রকল্পের একাধিক প্রদর্শনী পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ জাহান, সাজেদুল করিম সাজু, নুরে আলম এবং ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদুসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad