Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১-২০২৬, সময়ঃ বিকাল ০৫:৪৩
  • ৮২ বার দেখা হয়েছে

গাইবান্ধার পাঁচটি আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

গাইবান্ধার পাঁচটি আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

গাইবান্ধার পাঁচটি আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থী ৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৮ জন। তাদের মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন। এর আগে প্রার্থীদের মাঝে আচরণবিধি নিয়ে আলোচনা হয়। আলোচনায় আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশ দেন রিটার্রিং কর্মকর্তা। পরে বরাদ্দ কার্যক্রম শুরু করেন।

রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনের ৭ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ৯ জনসহ মোট ৪০ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

সূত্রটি জানায়, গাইবান্ধার সাত উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি আসনে মোট ভোটার ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬৭৫টি এবং ভোটকক্ষ ৪ হাজার ১০১টি।

প্রতীক বরাদ্দের সময় স্ব-স্ব আসনের বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতীক হাতে পেয়ে উপস্থিত প্রার্থী ও তাদের কর্মীরা নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও নিয়মসম্মত প্রচারণার অঙ্গীকার ব্যক্ত করেন। 

প্রতীক বিতরণ শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নিয়ম ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), পরমানন্দ দাস (কাঁচি), মোছা. ছালমা আক্তার (কলস), মো. কওছর আজম হান্নু (প্রজাপতি), মো. মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), মো. মোস্তফা মহসিন (ঢেঁকি), মো. রমজান আলী (হাত পাখা), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল)। 

গাইবান্ধা-২ (সদর) আসনে আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মিহির কুমার ঘোষ (কাঁস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা), মো. আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), মো. আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), মো. আব্দুল করিম (দাঁড়িপাল্লা) মো. শাহেদুর রহমান (কলম)। 

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান (ঢেঁকি), মো. আব্দুল্লাহ আদিল (কাঁস্তে), এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), মো. মনজুরুল হক (কলম), মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল), মো. সুরুজ মিয়া (ট্রাক)। 

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান (লাঙ্গল), মোহাম্মদ শামীম কায়সার (ধানের শীষ), মো. আতোয়ারুল ইসলাম (কোদাল), আব্দুর রউফ আকন্দ (মোটর সাইকেল), আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা)। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে এএইচএম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), মোছা. রাহেলা খাতুন (কাঁচি), মো. আজিজুল ইসলাম (হাত পাখা), মো. আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), ফারুক আলম সরকার (ধানের শীষ), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), শ্রী নিরমল (কাঁস্তে), হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad